লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখার স্বপ্ন বুনছে মেমারির তিথি

অতনু ঘোষ, মেমারি: পশ্চিমবঙ্গের মাটি সাহিত্য-সংস্কৃতির রসে সিক্ত। বর্তমাস সোস্যাল নেটওয়ার্কিং যুগে যারা মনে করেন বাচ্চা থেকে যুবরা গোল্লায় যাচ্ছে স্মার্ট ফোনের মোহে তাদেরকে ভুল প্রমাণিত করে দিয়েছে মেমারি মেয়ে তিথি হালদার।

    বয়স মাত্র ৯ বছর। পূর্ব বর্ধমান জেলার মেমারির মধ্য চাঁচাইয়ের বাসিন্দা তপন হালদারের কন্যা তিথি ছোট থেকেই গান শোনার নেশা। তাই বাবা হয়ে তিনি নিজের স্বপ্নের সাথে মেয়ের নেশাকে মিশিয়ে দিয়েছেন। ছোট থেকেই গান শিখিয়েছেন। তিথির গলায় যেন মা সরস্বতী বাংলার লোকগীতির জন্য তৈরি করেছেন। এরই মধ্যে বিভিন্ন সংস্থার প্রতিযোগিতা সহ ২০১৯ রাজ্য ছাত্র যুব উৎসবের ব্লক স্তরের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। তিথির ইচ্ছা বাংলার লোকসঙ্গীত ও বাউলকে ভবিষ্যত প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখা। তাই এই লকডাউনে যখন স্কুল বন্ধ চতুর্থ শ্রেণীর লেখাপড়ার সাথে সাথে জোরকদমে গানের অনুশীলন করে যাচ্ছে। মেমারির গর্ব তিথির জন্য আমাদের পক্ষ থেকে রইল শুভেচ্ছা।