পথ দুর্ঘটনায় আহত ও নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন জমিয়ত উলামায়ে হিন্দের সদস্যরা

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলী ও রায়দিঘি বিধানসভা এলাকা থেকে ২৭ জনের একটি শ্রমিক দল ভিন রাজ্যে তামিলনাড়ু যাওয়ার সময় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্ট ও পরে গাছে ধাক্কা মারে। তাতেই আট জন শ্রমিক নিহত ও ১৯ আহত । আজ জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে সেই সমস্ত পরিবারের সদস্যদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন 40kg কেজি চাল 10kg কেজি আলু 2kg ডাল 2kg পেঁয়াজ 1kg সরিষার তেল 2kg লবন 500gm লঙ্কা 500gm হলুদ 500gmআদা 500gmরসুন 1kgখেজুর1kgগুঁড়ো দুধ ও প্রয়োজনীয় ওষুধ পত্র । আগামী দিনগুলিতে এই সমস্ত পরিবারের পাশে জমিয়ত উলামা হিন্দের সদস্যরা সহযোগিতা করবেন এমন আশ্বাস দেন।প্রবল বর্ষার মধ্য দিয়ে প্রতিটি পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী তুলে দিলেন জমিয়ত উলামা হিন্দের সদস্যরা। এমনি মহতী উদ্যোগ কে সাধারন মানুষ সাধুবাদ জানান।