|
---|
নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসের প্রাক্কালে দুঃস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন রবিন হুড আর্মির (Robin Hood Army) সদস্যরা। দেওয়া হল চাল, ডাল, শুকনো নানা খাবার। উত্তরবঙ্গে শিলিগুড়ি (Siliguri) ও দক্ষিণবঙ্গে ঘোড়ামারা দ্বীপে দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
কিংবদন্তি রবিনহুড ! নটিংহামশায়ারের শেরউড ফরেস্টে থেকে দুষ্টের দমন আর শিষ্টের পালনই ছিল তাঁর লক্ষ্য। রবিনহুডের সেই কীর্তি কাহিনি হয়ত শোনেননি শিলিগুড়ি বা ঘোড়ামারার অনেক বাসিন্দা। কিন্তু তাতে কী ? তাঁদের কাছে ত্রাণ নিয়ে পৌঁছে গেল রবিনহুড আর্মি। স্বাধীনতা দিবসের ২৪ ঘণ্টা আগে, রবিবার, রবিন হুড আর্মির সদস্যরা দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা ও শিলিগুড়ির মাটিগাড়ায় লেনিন কলোনির বাসিন্দাদের হাতে তুলে দিলেন চাল ডাল সহ নানা খাবার সামগ্রী।