জয়েন ফোরামের উদ্যোগে পশ্চিমবঙ্গের জেলাগুলির স্বাস্থ্য দপ্তরে স্মারকলিপি জমা

হাসান লস্কর বাবলু: পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের আশাকর্মী সহ 1st এন্ড 2nd এ এন এম. AWBHA বিভিন্ন স্টাফ সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের জেলা গুলির মধ্যে চব্বিশ পরগনা,উত্তর,দক্ষিণ,হাওড়া,হুগলি, নদীয়া,বীরভূম,বাঁকুড়াু,পুরুলিয়া ,কোচবিহার,জলপাইগুড়ি, বর্ধমান, পূর্ব,পশ্চিম,মেদিনীপুর পূর্ব,পশ্চিম, দার্জিলিং,সহ বেশ কয়েকটি জেলা, ডি এম, ও সি এম ও এইচ দপ্তরে স্মারকলিপি প্রদান করলেন। গ্রাসরুট লেভেলের কর্মীরা অধিক রাতে ডিউটি করেন, তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা। কর্মস্থলে যেভাবে লাঞ্ছিত অপমানিত,শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হতে হচ্ছে এমন পরিস্থিতি যাতে না ঘটে তার ব্যবস্থা গ্রহণ করা। আশা কর্মীদের সার্বিক সুরক্ষায়,স্বাস্থ্য দপ্তরের নজর দেওয়া। সরকারকে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনের যোগান দেওয়া। কর্মক্ষেত্রে হেনস্তার শিকার আগামী দিন গুলিতে যাতে না হয় সেই সমস্ত দিক গুলি দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

    এবং কোভিড কালে কাজের না পাওয়া বেতন, পাওয়ার ব্যবস্থা করা। গ্রাসরুট লেভেলের স্বাস্থ্যকর্মীদের পরিবারের সদস্যদের ভ্যাকসিন এর ব্যবস্থা করা। সম্মিলিত দাবি পত্রটি প্রতিটি জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মনোযোগ সহকারে দেখেন ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। এই সমূহ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিটি জেলার CMOHরা পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন।