|
---|
খান আরশাদ,বীরভূম :জলাভূমি ও নদীকেন্দ্রিক ঐতিহ্যশালী সংস্কৃতিকে পুনরুদ্ধারের দাবিতে কুশকর্নী নদী সমাজের তরফে বীরভূমের রাজনগরের বিডিওকে একটি স্মারকলিপি প্রদান করা হল।
কুশকর্নী নদী রাজনগর ব্লকের পাঁচটি অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়ে চলেছে। কুশকর্নী নদীর পাশাপাশি রাজনগরের অন্যতম ঐতিহ্যবাহী কালিদহ পুকুর, ছোট কালিদহ সহ বেশ কিছু জলাশয়, পুষ্করণী রয়েছে যেগুলি সংস্কারের পাশাপাশি স্থানীয়দের মধ্যে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। এই সব নদী, জলাশয়, পুষ্করনিগুলিকে যথাযথ সংস্কার তথা নিরীক্ষণের দাবি জানিয়ে রাজনগরের বিডিও শুভদীপ পালিতকে একটি স্মারকলিপি প্রদান করা হয় । যাতে প্রাকৃতিক সম্পদকে রক্ষা করে সমাজের ভারসাম্য বজায় রাখা যায়। কুশকর্নী নদী সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক সৌগত চৌধুরী সহ তপন সিংহ, চন্দ্রকান্ত দত্ত, সঞ্জয় গঁরাই, মৃত্যুঞ্জয় লোহার, তরুণ মালি, সেখ ফজু, সেখ রাজীব, শিবম ব্যনার্জী গৌরাঙ্গ সাধু প্রমূখ। আহ্বায়ক সৌগত চৌধুরী জানিয়েছেন তাদের দাবিগুলি রাজনগরের বিডিও শুভদীপ পালিত মনোযোগ সহকারে শোনেন এবং তা বাস্তবায়িত করার আশ্বাস দিয়েছেন।