|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি ইসাহক খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জেলা কংগ্রেস কার্যালয়ে সকাল ১১টায় এক স্মরণসভার আয়োজন হয়েছিল। উক্ত শোকসভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়, জেলা কংগ্রেস প্রাক্তন সভাপতি সৌমেন খান, ঝাড়গ্রাম জেলা কংগ্রেস সভাপতি তাপস মাহাত, জেলা কংগ্রেস কার্যকরী সভাপতি চিরঞ্জীব ভৌমিক, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক খাজা আহমেদ খান, প্রদেশ মাইনোরিটি সেলের চেয়ারম্যান শামীম আহমেদ, জেলা কংগ্রেস প্রাক্তন কার্যকরী সভাপতি দেবাশিস ঘোষ, জেলা কংগ্রেস সহ সভাপতি শান্তি দত্ত, জেলা কংগ্রেস সহ সভাপতি শম্ভু চ্যাটার্জি, জেলা INTUC সভাপতি কমল কিশোর খান্না, খড়গপুর শহর কংগ্রেস সভাপতি অমল দাস, খড়গপুর রেল শহর কংগ্রেস সভাপতি মধু কামি, মেদিনীপুর শহর কংগ্রেস প্রাক্তন সভাপতি পার্থ ভট্টাচার্য, জেলা নেতা রঞ্জন ভকত, পার্থ বসু, অরূপ মুখার্জি, সৌমেন ঘোষ, যুব কংগ্রেসের আলোকেশ মহাপাত্র, সুহাশিষ পণ্ডা, কনিষ্ক সাহা, সঞ্জীব সিট, শেখ রাজু, নাসির আলী, সুমন জানা, অমিত শর্মা, রহমত, নুরুল হুদা, মহিলা কংগ্রেসের মান্তু আহমেদ, ছাত্র পরিষদের অনুপম ভট্টাচার্য, সায়ন মজুমদার সহ অসংখ্য মহম্মদ ঈশাহকের শুভানুদ্ধায়ী বৃন্দ ।
জেলা যুব কংগ্রেস সভাপতি মহম্মদ সাইফুল বলেন, পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি জনাব মহম্মদ ঈশাহকের আকস্মিক মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর বিচক্ষণ, দৃঢ়প্রতিজ্ঞ, স্থিতপ্রজ্ঞ নেতৃত্বের অভাব প্রতি মূহুর্তে অনুভব করছেন প্রত্যেক কংগ্রেস কর্মী। বিগত বছরগুলিতে তাঁর বিচক্ষণতা এবং অভিজ্ঞতা বহু সংকটকালে রাস্তা দেখিয়েছে। উল্লেখ্য , কংগ্রেস নেতা মহম্মদ ইসাহাক গত ১১ই ডিসেম্বর ,২০২০ রাত্রি ১০টাই আকস্মিক মৃত্যু বরণ করে।