|
---|
নিজস্ব সংবাদদাতা,খেজুরী, পূর্ব মেদিনীপুর.২৫ জুন : খেজুরীর বিদ্যাপীঠে মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিটের উদ্যোগে সদ্য প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ, দুই বাংলার বরণীয় নজরুল বিশেষজ্ঞ আজহারউদ্দিন খানের স্মরণসভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সদস্য ছাড়াও স্থানীয় সংস্কৃতি অনুরাগীগণ। প্রথমে আজহারউদ্দিন খানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে, ধূপ জ্বেলে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত আয়োজক সংস্থার সম্পাদক সুমন নারায়ন বাকরা, সহ: সম্পাদক সুদর্শন সেন, কুন্তলকান্তি মন্ডল, কুশলকান্তি মন্ডল, প্রদীপ মাইতি, বলরাম মান্না প্রমুখের আলোচনায় মেদিনীপুরের অন্যতম কৃতি সন্তান আজহারউদ্দিন খানের কর্মবহুল জীবনের নানান দিক উঠে আসে।
প্রসঙ্গত, দুই বাংলার বিশিষ্ট নজরুল বিশেষজ্ঞ আজহারউদ্দিন খানের জন্ম মেদিনীপুর শহরে ১৯৩০ খ্রীষ্টাব্দের ১ জানুয়ারি। তিনি পেশায় গ্ৰন্থাগারিক হলেও নেশা ছিল সাহিত্য চর্চার। লিখেছেন ও সম্পাদনা করেছেন অনেকগুলি গ্ৰন্থ।
তাঁর উল্লেখযোগ্য গ্ৰন্থগুলি হলো বাংলা সাহিত্যে নজরুল, বাংলা সাহিত্যে মহম্মদ শহীদুল্লাহ, বাংলা সাহিত্যে মহম্মদ আব্দুল হাই,দীপ্ত আলোর বন্যা,রক্তে রাঙানো দিন প্রভৃতি। সম্পাদিত গ্ৰন্থগুলির মধ্যে শেকড়ের খোঁজে, বিদ্যাসাগর স্মারক গ্ৰন্থ, মোহিতলালের পত্রগুচ্ছ প্রভৃতির নাম উল্লেখযোগ্য। তিনি দীর্ঘদিন ধরে প্রস্টেট ক্যান্সার ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত ২২ জুন মঙ্গলবার গভীর রাতে ১১টা ৫৫ মিনিটে তিনি মেদিনীপুর শহরের নিজবাসভবনে প্রয়াত হন।