মালদার কুতুবপুরে শেকলবন্দী করে রাখা হয়েছে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে

নতুন গতি নিউজ ডেস্ক: শেকলবন্দী করে রাখা হয়েছে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে। অমানবিক, নির্মম এমন ঘটনাই ঘটেছে পুরাতন মালদার কুতুবপুরে। বাড়ি থেকে বেরিয়ে যাতে এদিক ওদিক না চলে যান, যাতে গাছের আম পেড়ে নষ্ট না করেন, তাই শেকলে বেঁধে রাখা হয়েছে আদিবাসী মহিলা সুখী মূর্মূকে। পরিবারের লোক জানিয়েছেন, জমি বন্ধক রেখে চিকিৎসা করিয়েছেন তারা। আর সামর্থ্য নেই তাদের। তাই শেকলে বেঁধে রেখেছেন তাকে। ওই মহিলার কাছে পৌঁছায়নি স্বাস্থ্যসাথী কার্ড, বা আদিবাসী উন্নয়ন প্রকল্পের কোনও সুবিধাই।