পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক “মিসবাহ উল হক পদ থেকে পদত্যাগ করলেন

নতুন গতি ওয়েব ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ এবং প্রধান নির্বাচক, দুটি ভূমিকা পালন করতে থাকা মিসবাহ উল হক, প্রধান নির্বাচক পদ থেকে পদত্যাগ করলেন। বুধবার একটি সুত্র থেকে এমনটাই জানা গিয়েছে। ফলে এখন থেকে মিসবাহ শুধু মাত্র দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। যদিও এই বিষয়ে পিসিবি’র পক্ষ থেকে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

    বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে এমন একটা দাবি উঠছিল যে, মিসবাহকে ওই দুটি পদের মধ্যে থেকে, যে কোনও একটি পদ থেকে সরানো হোক। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ঘুরিয়ে জানিয়ে দেয়, দেশের প্রাক্তন এই অধিনা়য়ককে যে কোনও একটি পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আর মিসবাহ নিজেই প্রধান নির্বাচক পদ থেকে ইস্তফা দিয়ে, সব জল্পনার অবসান ঘটালেন। উল্লেখ্য, গত বছর শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজের আগে মিসবাহকে প্রধান নির্বাচক ও দলের প্রধান কোচের দায়িত্ব দেয় পিসিবি। এদিকে, এই মাসের শেষেই জিম্বাবোয়ে ক্রিকেট দল আসছে পাকিস্তান সফরে। যেখানে দুটি দল পরস্পরের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং তিনটি টি ২০ ম্যাচ খেলবে।