|
---|
নিজস্ব সংবাদদাতা: মেস্কিকো বনাম পোল্যান্ড ম্যাচ নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে ফুটবল অনুরাগীদের। মেক্সিকো শুরু থেকে অ্যাটাকিং ফর্মে ছিল, প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে। মেক্সিকোর আক্রমণ আটকাতে রীতিমত নাজেহাল হয়ে যায় পোল্যান্ডের ডিফেন্স।কিছুটা ডিফেন্সিভ মুডে খেলা শুরু করে পোল্যান্ড।তবে দ্বিতীয় অর্ধে কিছুটা আক্রমণের গতি বাড়ায় পোলিশ ফুটবলাররা।মেস্কিকো ৪-৩-৩ ফর্মেশনে খেলে,অপরদিকে পোল্যান্ড ৪-৩-৩-১ ফরমেশিনে। দ্বিতীয় অর্ধে পেনাল্টি থেকে গোল করার সুযোগ আসে পোল্যান্ডের ,তবে মেস্কিকোর বর্ষীয়ান গোলরক্ষক ওচোয়া দুর্দান্ত সেভ করেন ।এবারে তার পঞ্চম বিশ্বকাপ।আজ তিনি ম্যাচের হিরো।অমীমাংসিত ভাবে খেলা শেষ হয়।