বৌভাতে শিক্ষা সামগ্রী বিতরণ ও সবুজায়নের বার্তা

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: বৌভাতে বিজ্ঞান নিয়ে পড়তে চাওয়া ৫০ জন কৃতি পড়ুয়ার পাশে দাঁড়ালো আচার্য পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের আড়গোয়াল ১৪ নং অঞ্চলের ছোটউদয়পুর গ্রামের আচার্য্য পরিবার বিবাহ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এক অভিনব কর্মসূচি গ্রহণ করে,এলাকার নজির সৃষ্টি করলো।প্রনবেশ আচার্য ও সবিতা আচার্য্য নিজের পুত্র প্রসূন আচার্যে ও পুত্রবধূ রুমা বটব্যাল আচার্য্যর বিয়ের প্রীতিভোজে স্থানীয় বিভিন্ন স্কুলের সদ্য মাধ্যমিক উত্তীর্ণ পঞ্চাশ জন কৃতি ছাত্রছাত্রীদের, যারা ভবিষ্যতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে চায় তাদের হাতে রসায়নের বই, নানান শিক্ষা সামগ্রী ও একটি করে উন্নত ফলনশীল লেবু গাছের চারা প্রদান করে।

    আচার্য পরিবার মহামারি কারণে ইচ্ছা থাকলেও জাঁকজমকপূর্ণ ভাবে করতে পারেন নি ঠিকই কিন্তু সীমিত সংখ্যক আত্মীয় ও অতিথিদের উপস্থিতিতে পুস্তক ও চারাগাছ প্রদান করে সবার তারিফ কুড়িয়েছেন। পাত্র প্রসূন আচার্য্য নিজে পাহাড়পুর জ্ঞানেন্দ্র হাইস্কুলের রসায়ন বিদ্যার সহশিক্ষক। শ্বশুরবাড়ির এহেন আয়োজনে খুশি নববধূ রুমা বটব্যাল। তিনি বলেন,”আমি ঝাড়গ্রাম গোপীবল্লভপুরের মেয়ে হলেও জানি, অখন্ড মেদিনীপুরের প্রথম গ্র্যাজুয়েট এই পটাশপুরের মধুসূদন রায়, আর সেই পটাশপুরের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার বিস্তারে আমার শ্বশুর বাড়ির এমন আয়োজন সত্যিকারের দৃষ্টান্তমূলক। আশা রাখি এই ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে তাদের এলাকার আর্থিক বা অন্যভাবে পিছিয়ে থাকা ভাইবোনদের শিক্ষার প্রয়োজনে নিজেদের এগিয়ে নিয়ে আসবে”।