|
---|
নিজস্ব সংবাদদাতা: বিশ্ব বিখ্যাত ফুটবলার মেসি সকলের চোখের নয়ন মনি, তার ফুটবল যাদুতে মন্ত্রমুগ্ধ ফুটবল প্রেমীরা। এত বড় মাপের মানুষ হয়েও অনেক সাধারন তিনি। সম্প্রীতি তার একটি নজর কারা ভিডিও ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
সম্প্রতি ইসরাইলে তিনি প্যরিস সাজার জার্সিতে মাঠে নেমেছিলেন। খেলার শেষে ফুটবল স্টেডিয়ামের টানেলে ঢোকার অভিমুখে এক খুদে সমর্থক তার কাছে আসতে চায়, সে সময় নিরাপত্তা রক্ষীরা ওই খুদে সমর্থককে বাধা প্রদান করে। এই দৃশ্য মেসি দেখবার পর নিরাপত্তা রক্ষীদের তাকে আটকাতে বারণ করে। নেট দুনিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে।