মেসি ম্যাজিক ব্যর্থ, অঘটন শুরু, সৌদির কাছে ২-১ গোলে হার আর্জেন্টিনার

নিজস্ব সংবাদদাতা:  বিশ্বকাপের তৃতীয় দিনে অঘটন, সৌদি আরবের কাছে হার মানলো আর্জেন্টিনা। খেলার ফলাফল সৌদি আরবের অনুকূলে ২ -১। ম্যাচের শুরুটা ভালোই করেছিল আর্জেন্টিনা, ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। মেসির পা থেকে গোল আসে। এরপরে প্রথম অর্ধে আরও তিনবার সৌদি আরবের জালে বল গড়ায় আর্জেন্টিনা। তবে তিনবারই অফসাইড হয়ে যায়।

     

     

    ম্যাচের দ্বিতীয় অর্ধের শুরু থেকে দুর্দান্ত খেলা শুরু করে সৌদি আরব , ৪৭ মিনিটের মাথায় গোল পরিষদ করে। এরপর কিছুক্ষণ বাদে আরও একটি গোল করে ম্যাচ পকেট বন্দি করে নয় সৌদি।