|
---|
সাকিব হাসান,সোনারপুর: আগামী ৩০ জুলাই পর্যন্ত করোনা বিধিনিষেধ বেড়েছে রাজ্যে৷ আজ থেকে এই বিধিনিষেধ জারি হয়েছে রাজ্যে৷ অনেক পরিষেবাই শিথিল করা হয়েছে৷ তবে লোকাল ট্রেন বন্ধ থাকছে৷ এদিকে, আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে ফের শুরু হচ্ছে মেট্রো পরিষেবা৷ তবে পাঁচদিনের জন্য৷ শনি ও রবিবার বন্ধ থাকবে৷ অন্যদিকে, যাত্রীদের সুবিধার জন্য স্মার্ট কার্ডের মেয়াদ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এমনটাই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ মে থেকে ১৫ জুলাইয়ের মধ্যে যাঁদের কার্ডের মেয়াদ ফুরিয়েছে কিন্তু কার্যত বিধিনিষেধেক কারণে কার্ড নবীকরণ করাতে পারেননি, তাঁদের ১৬ অগস্ট পর্যন্ত কার্ডের মেয়াদ বাড়ানো হয়েছে। কার্ডের মেয়াদ বাড়াবার জন্য স্টেশনে বুকিং অফিসারের সঙ্গে গিয়ে যোগাযোগ করে করতে হবে। এরপর ১৬ অগস্টের আগেই সেই কার্ডে রিচার্জ করাতে হবে।