ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রা শুরুর প্রথম দিনেই উধাও ৩৫৩ টি টোকেন৷

ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রা শুরুর প্রথম দিনেই উধাও ৩৫৩ টি টোকেন৷

    নতুন গতি,ওয়েব ডেস্ক:১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো৷ যাত্রা শুরুর প্রথম দিনেই উধাও ৩৫৩ টি টোকেন৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷

    শুক্রবার সারাদিনে যে যাত্রীরা মেট্রো সফর করেছেন, দিনের শেষে সব রিপোর্ট মিলিয়ে দেখা গিয়েছে, ৩৫৩টি টোকেন উধাও৷ মেট্রো রেল কর্তৃপক্ষ মনে করছে, শুক্রবার যাত্রশুরুর প্রথম দিনে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ঐতিহাসিক সফরে স্মারক হিসাবে ওই টোকেনগুলি নিজেদের কাছে রেখে দিয়েছেন যাত্রীরা৷ দমদম থেকে যে মেট্রো চলাচল করে, সেই টোকেনের সঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টোকেনের বেশ কিছুটা পার্থক্য ছিল৷ এবার আর সেই কারণেই প্রথম দিনের স্মারক হিসাবে অনেক যাত্রী তা নিয়ে গিয়েছেন বলে মনে করছে কর্তৃপক্ষ৷