|
---|
রাজু আনসারী, অরঙ্গাবাদ : পরিবারে একমাত্র মেয়ে সন্তান জন্ম গ্রহন করায় ফের একবার মা ও নবজাতককে ফুলেল সংবর্ধনা দিয়ে নিয়ে গেলেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার এমনই অনন্য চিত্র ধরা পড়লো মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত মহেশাইল গ্রামীন হাসাপাতালে। ফুলের গাড়ি সাজিয়ে মালা দিয়ে বরণ করে এবং মিষ্টি মুখ করে স্ত্রীকে বাড়ি নিয়ে যান তরিকুল ইসলাম ওরফে সামিম নামে ওই যুবক। সঙ্গে দেন নবজাতকের নানা মোহাম্মদ বাসিরউদ্দিন। পরিবারের এমন উদ্যোগ দেখে কার্যত হাসপাতাল চত্ত্বরে হইহই রব পড়ে যায়। সাধুবাদ জানান রোগীর আত্মীয় স্বজনরা
জানা গিয়েছে, বছর দেড়েক আগেই সুতি থানার অন্তর্গত আজাদনগর বেলতলা গ্রামের যুবতী লিমা খাতুনের সঙ্গে বিয়ে হয় সুতি- ১ ব্লকের সাদিকপুর পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামের যুবক তরিকুল ইসলাম ওরফে সামিমের। মঙ্গলবার রাতে প্রসব বেদনা নিয়ে মহেশাইল হাসাপাতালে ভর্তি করা হয় লিমা খাতুনকে। বুধবারই কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বৃহস্পতিবার হাসাপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাকে। এদিকে তরিকুল ইসলামের বাড়িতে ছিল না কোনো কন্যা সন্তান। প্রথমবার মেয়ে হওয়ায় এবং বাড়িতে প্রথম কন্যা স্ন্তান আসায় খুশিতে আহ্লাদিত হয়ে যান তিনি। তারপরেই কার্যত স্ত্রী ও নবজাতক কন্যাকে আনতে বৃহস্পতিবার সকালে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে হাসপাতালে পৌঁছে যুবক তরিকুল ইসলাম ওরফে সামিম। সঙ্গে ছিলেন বাড়ির অন্য সকল মহিলা। পাশাপাশি আনন্দিত হয়ে হাসাপাতালে চত্বরে উভয় পরিবারের উপস্থিতিতে ফুলের গাড়িতে করে সসম্মানে নবজাতক কন্যা সন্তানকে বাড়ি নিয়ে আসা হয়। যুবকের এহেন কাজকে সাধুবাদ জানান স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অন্যান্য রোগীর আত্মীয় স্বজনরা। কন্যা সন্তানের প্রতি ভালোবাসার উদাহরন দিতেই এবং সকলকে কন্যা সন্তানের মর্ম বোঝাতেই এধরনের উদ্যোগ বলেই দাবি তরিকুল ইসলাম ওরফে সামিম।