|
---|
সহিদুলের লেখায় MH রিজভীর গান- ” দিলে বড় জ্বালা ”
সংবাদদাতা, জলঙ্গী: আবারও দুই বাংলার মেলবন্ধন। এপার বাংলার সহিদুল ইসলাম এর লেখা গানে, বাংলাদেশের বর্তমান সময়ের উদীয়মান জনপ্রিয় কণ্ঠ শিল্পী MH রিজভী গেয়েছে “দিলে বড় জ্বালা” শিরোনামে। গানটি প্রকাশ পেয়েছে বাংলাদেশের – পাম্মি মাল্টিমিডিয়া চ্যানেল থেকে। গানটির চমৎকার সুর করেছে -MH রিজভী, মিউজিক রিয়েল আশিক । Edit &Color – সোহাগ খাঁন সেখ। মডেল হিসেবে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিপন খাঁন, পুশপো আহমেদ কে । অসাধারণ সুন্দর স্টোরি ও ভিডিও পরিচালনার দায়িত্বে ছিলেন, এম এইচ রিজভী নিজেই। Lyricist সহিদুল ইসলাম জানায় ” মানুষের জীবনে বেঁচে থাকবার বড় সম্পদ ভালোবাসা ও ভালোবাসার প্রিয় মানুষ। কিন্তু সেই প্রিয় মানুষটি যখন পৃথিবী থেকে বিদায় নেই, তখন দুঃখ কষ্টের আর সীমা থাকে না। এমনই প্রেম বিরহের চরম দুঃখের কথা তুলে ধরা হয়েছে এই গানে “। এই গানটি মানুষের মনে ব্যাপক সাড়া ফেলবে বলেও আশাবাদী। আগামীতে দুই বাংলার মেলবন্ধনে আরো নতুন নতুন গান থাকবে সবার জন্য।