ফের রান্নার গ্যাসের দাম বাড়লো, মধ্যবিত্তের ক্ষোভ মোদি সরকারের ওপর

নতুন গতি নিউজ ডেস্ক: মোদি বাবার দয়ায় আবারও দাম বাড়লো রান্নার গ্যাসের সিলিন্ডারের। মঙ্গলবার সকালে কলকাতার বাজারে ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়ে হয়েছে ৮৮৬ টাকা। এক লাফে রাতারাতি ২৫ টাকা দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের ক্ষোভও চড়েছে মোদি সরকারের ওপর। একেই পেট্রোল আর ডিজেলের দাম রকেটের গতিতে বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে গিয়েছে। তারওপর এদিন রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের ক্ষোভও বেড়েছে। গত ৬ মাসে এভাবেই রান্নার গ্যাসের দাম প্রায় দেড়শো টাকা বেড়ে গিয়েছে। ১ বছরের হিসাব ধরলে দর বেড়েছে প্রায় আড়াইশো টাকা। এমনিতেই কোভিডের জেরে বাজারে চাকরির আকাল। ধাক্কা খেয়েছে অর্থনীতিও। তারওপর এভাবে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মোদি সরকারের ওপর ক্ষোভ ক্রমশ চড়ছে আমজনতার।

    রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় রাস্তার ধারের খাবারের দোকান থেকে শুরু করে রেস্টুরেন্টেও খাবারের দাম চড়েছে। তবে তার থেকেও বেশি আঁচ লেগেছে গৃহস্থের হেঁসেলে। অনেক বাড়িতেই এখন তাই গ্যাসে রান্না না করে ইনডাকশানে রান্না করা শুরু করে দিয়েছেন। তবে আশঙ্কা এখানেই শেষ নয়। সামনেই উৎসবের মরশুম। তখন রান্নার গ্যাসের দাম কোথায় কী দাঁড়ায় সেটা ভেবেই এখন থেকেই অনেকের কপালে ভাঁজ পড়ে গিয়েছে। গতকালই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জ্বালানি তেলের দামে ছাড় না দেওয়ার কারন হিসাবে তুলে এনেছিলেন ইউপিএ জমানায় বাজারে ছাড়া বন্ডের গপ্পো। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে তিনি আগামী দিনে কোন গপ্পো শোনান তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। তবে যা অবস্থা তাতে অনেক মধ্যবিত্তকেই এবার গ্যাসের বদলে অন্য কোনও মাধ্যমে রান্না করার কথা ভাবতে হচ্ছে। তবে এদিন বাণিজ্যিক ভাবে ব্যবহৃত গ্যাসের সিলেন্ডারের দাম কিছুটা হলেও কমেছে। ৪টাকা ৫০ পয়সা দাম কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৬৯৭ টাকা।