মিলাদুন্নবী জালসা অনুষ্ঠিত হলো

সংবাদদাতা : বিশ্বনবীর আগমনের দিন ১৬সেপ্টেম্বর, সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলাদুন্নবী জালসা অনুষ্ঠিত হলো হুগলির বৈদ্যবাটি চৌমাথা মুসলিম পাড়া মসজিদ প্রাঙ্গণে। এবং আজ বিশাল এক জুলুস আসে বৈদ্যবাটি মাঠপাড়া মসজিদের ইমাম সাহেব সহ ও সকল মহাল্লাবাসী তাদের জন্য যত কিঞ্চিত তাবারকের ব্যবস্থা করা হয়েছিল ও সুন্দর ভাবে বন্টন করা হয়।উক্ত অনুষ্ঠানে কচিকাঁচা ছেলেমেয়েদের মধ্যে নাতে রাসুল ও কেরাত প্রতিযোগিতা হয়। তাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারকে বিশেষ পুরস্কার ছাড়াও সকল প্রতিযোগিদের শান্তনা পুরস্কার দেওয়া হয়। এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে একটা আনন্দের হিল্লোল বয়ে যায়।মসজিদ কমিটির সদস্যগন ও সম্পাদক সায়েম আলি খুব সুন্দর ভাবে তদারকি করেন।।মাগরিব বাদ মিলাদুন্নবী জালসায় বক্তব্য রাখেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফ এর ভুমিপুত্র আবু আফজাল জিন্না। তার বক্তব্যে নবিপাক (সাঃ) এঁর ৬৩বছরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।বলা বাহুল্য প্রফেট হজরত মুহাম্মদ মোস্তফা ( সঃ) ছিলেন একজন মহামানব মহাপুরুষ।সারা বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন,এক কথায় তাঁর জীবনের আদর্শ, মানবিকতার কথা বক্তব্যে তুলে ধরেন। দেশবাসীর কল্যান কামনা করে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।