|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর সদর ব্লকের দক্ষিণ বেঙ্গাই গ্রামে অবস্থিত বিশ্বশুক মিলন মঠ ও সেবাশ্রম সংঘের উদ্যোগে বেঙ্গাই আশ্রমে শ্রী শ্রী ঠাকুর শুকদেব ব্রহ্মচারী’র ৩৩ তম শুভাগমন তিথি উপলক্ষ্যে তিনদিন ব্যাপী নানান ধর্মীয় , সাংস্কৃতিক ও সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার প্রথম দিনে প্রভাতী কীর্তন, গীতা পাঠ,ধ্বজা উত্তোলন, গুরুনাম সংকীর্তন, ভাগব্ৎ পাঠ,পার্থনা ,রামায়ন গান ও ভক্তিগীতি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন শুক্রবার মহানাম সংকীর্তন,গুরুপূজা, রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির,নরনারায়ন সেবা এবং শিক্ষা সামগ্রী বিতরণ ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মঠের অধ্যক্ষ শুকানন্দ মহারাজ,মঠের সম্পাদক চিদানন্দ ব্রহ্মচারী মহারাজ,”শিক্ষারত্ন” শিক্ষিকা পুষ্পলতা বারুই মুখার্জি,এমকেডিএ এর ভাইস চেয়ারম্যান প্রদ্যোত ঘোষ, মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল,কর্মাধ্যক্ষ গণি ইসমাইল মল্লিক, সমাজসেবী মুকুল সামস্ত,শংকর মাজী, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,সারদা আশ্রমের প্রব্রজিকাগণ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও অন্যান্য বিশিষ্টজনেরা । অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমারেশ বিশ্বাস। দ্বিতীয় দিন রাতে বাউল সঙ্গীত ও ভক্তিগীতি পরিবেশিত হয়। তৃতীয় দিন শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নগর পরিক্রমা ও দীক্ষাপ্রদান অনুষ্ঠিত হয়।