রাশিয়ার সেনা শিবিরে জঙ্গি হামলা, মৃত১১

নিজস্ব সংবাদদাতা : পুতিনবাহিনীর উপর আবার নেমে এলো বিপর্যয়, জানা গেছে রাশিয়ার সেনা প্রশিক্ষণ শিবিরে জঙ্গি হামলার ফলে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। যথেষ্ট চাপে রয়েছে মস্কো।

     

     

     

    গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া, প্রথম দিকে এক ছাত্র অধিপত্য বিস্তার করলেও, ইউক্রেন বাহিনী ও কিন্তু পালটা আক্রমণ চালাতে শুরু করেছে রুশ সেনার উপর। যথেষ্টই চাপে রাশিয়ার প্রেসিডেন্ট। ঘটনার বিষয়ে আরো জানা গেছে জঙ্গিটা এই অভিযানে ছোট বন্দুক ব্যবহার করে, পরিস্থিতি যথেষ্ট উদ্বিগ্ন। যদিও রুশ বাহিনী দুই জঙ্গিকে খতম করেছে বলে জানা গেছে। তবে মোটের উপর যথেষ্ট চাপে রাশিয়া।