|
---|
নতুন গতি ওয়েব ডেস্কঃ বর্তমান মানুষের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম বিশ্বজুড়ে বিভ্রাট। রাত ৯.১৫ থেকে বন্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ পরিষেবা। ফেসবুক, ইনস্টাগ্রামের পরিষেবাও বন্ধ। ‘গ্রাহকদের হয়রানির জন্য দুঃখিত। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে’, জানাল ফেসবুক কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও টুইটারে লিখেছেন, ‘এই মুহূর্তে বেশ কিছু মানুষের হোয়াটসঅ্যাপে যে বিপত্তি দেখা দিয়েছে, সে বিষয়ে আমরা অবগত। তবে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। এ নিয়ে যত দ্রুত সম্ভব আপডেট দেওয়া হবে।’