পুর প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। আরও একাধিক পদ থেকেও সরতে হবে তাঁকে

পুর প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। আরও একাধিক পদ থেকেও সরতে হবে তাঁকে

     

     

     

     

    নতুন গতি নিউজ ডেস্ক : ইতিপূর্বেই বাংলায় ভোটের ঘোষণা হয়ে গিয়েছে। এখন থেকেই রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের নিয়ম বিধি মেনে চলতে হবেই। আর সেই অনুযায়ীই ফিরহাদ হাকিমকে সরতে হচ্ছে একাধিক পদ থেকে। পুর প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন তিনি। আরও একাধিক পদ থেকেও সরতে হবে তাঁকে।

     

    পুর প্রশাসক হিসেবে ইস্তফা দেবেন তিনি। কেএমডিএর চেয়ারম্যান, নব দিগন্তের চেয়ারম্যান, ফুরফুরা শরিফের উন্নয়ন পর্ষদের পদও ছাড়তে হচ্ছে তাঁকে। এদিকে, পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান পদে ইস্তফা দিলেই রাজ্য সরকার মনোনীত বোর্ড ভাঙবে। সেই সঙ্গে প্রাক্তন কাউন্সিলরদের কো-অর্ডিনেটর পদও আপাতত থাকবে না। এর ফলে বরো কো-অর্ডিনেটরদের তকমা চলে যাবে ও তাঁরা সরকারি সব সুযোগ সুবিধা হারাবেন। ভোট না হওয়া পর্যন্ত কোনও ওয়ার্ডেরই পুর প্রতিনিধি থাকতে পারবেন না বলে সূত্রের খবর।