প্লাস্টিক গোডাউনে আচমকা মেশিন ব্লাষ্ট হয়ে মৃত্যু ৫ ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী ফিরহাদ হাকিম

মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, মালদা: প্লাস্টিক কারখানায় কাটিং মেশিন ব্লাষ্ট কয়েক ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা থেকে হেলিকপ্টারে চেপে মালদায় পৌঁছান রাজ্যের পুরো নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

    মালদা শহরের ঘোড়াপীর এলাকায় হেলিপ্যাডে তার হেলিকপ্টার অবতরণ করে।
    সেখান থেকে সড়ক পথে তিনি পৌঁছান কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রাজ্যসভার সাংসদ মৌসুম নূরসহ অন্যান্য নেতৃত্ব।

    ঘটনাস্থল পরিদর্শনের পর মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, একটি দুর্ঘটনা ঘটেছে এবং ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন। তাদের চিকিৎসা চলছে।
    যারা মারা গেছেন তারা প্রত্যেকে শ্রমিক।
    সরকারের পক্ষ থেকে মৃত এবং আহতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারের পক্ষ থেকে মৃত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি।

    এরপর তিনি মৃত শ্রমিকদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন, ও নগদ চেক তুলেদেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।