|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: বড় পদক্ষেপ নিল কলকাতা হাই কোর্ট। বরখাস্ত করা হল চাকরি থেকে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে এবং সাথে দুই কিস্তিতে – ৭ জুন ও ৭ জুলাই – তাঁকে তাঁর ৪৩ মাসের কর্মজীবনের বেতনের সব টাকা ফেরানোর নির্দেশও দেওয়া হয়।
জানা গিয়েছে, এদিন হাই কোর্ট অঙ্কিতার বিষয় জানতে চাওয়ার পর এই সিদ্ধান্তেও আসেন যে অঙ্কিতা যেন ইন্দিরা গার্লস হাইস্কুলের শিক্ষিকা হিসেবে নিজের পরিচয় না দেন। সেই স্কুলে ঢুকতে পারবেন না অঙ্কিতা সহ তাবড় পরিবারের সদস্য, পরিজনরাও।