|
---|
দেবজিৎ মুখার্জি: “বাংলা-সহ সীমান্তবর্তী চার রাজ্যকে জামাত জঙ্গিরা করিডর হিসাবে ব্যবহার করছে আর তারপর দক্ষিণের তিন রাজ্যকে নিরাপদ আশ্রয় করছে” এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে সাত রাজ্যকে – পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, কর্নাটক, ত্রিপুরা, মেঘালয় ও অসম – সতর্কবার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
জানা গিয়েছে, বাংলায় গোয়েন্দাদের জোরদার নজরদারির জেরে জামাতিরা বাংলা ছেড়ে কেরল, তামিলনাড়ু ও কর্নাটককে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। ত্রিপুরা, মেঘালয় ও অসম দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে জামাতিরা। এই সাত রাজ্যকে ওপার বাংলা থেকে আসা বাসিন্দাদের উপর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।