উস্থি দলীয় কার্যালয়ে “বাংলা নিজের মেয়েকেই চায়” শুভ সূচনা সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা

উস্থি দলীয় কার্যালয়ে “বাংলা নিজের মেয়েকেই চায়” শুভ সূচনা সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা

     

     

     

     

    বাইজিদ মন্ডল,মগরাহাট পশ্চিম:- মগরাহাট পশ্চিমে উস্থি দলীয় কার্যালয়ে রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা “বাংলা নিজের মেয়েকেই চায়” এই স্লোগানের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করলেন বুধবার, সামনে বিধানসভা নির্বাচনের স্লোগানের মূল থিম এবং রাজ্য সরকারের বিভিন্ন জনসেবা মূলক কর্মসূচির প্রকল্পের একোথাও জানানো হয় দলের পক্ষ থেকে। রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা উস্থির দলীয় কার্যালয়ে সংবাদিক সম্মেলন করে এই স্লোগানের শুভ উদ্বোধন করে বলেন,সামনে বিধানসভা নির্বাচন,দেশের সংবিধান রক্ষা করার লড়াই আর এই লড়াইয়ে যিনি সর্বদা সামনে থেকে নেতৃত্ব দেবেন তিনি হলেন এই বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনে সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিন ২৪পরগনা জেলা পরিষদ সদস্যা তন্দ্রা পূরকাইত, মগরাহাট ২নম্বর ব্লকের যুব সভাপতি ইমরান হাসান খান সহ অঞ্চলের তৃণমুল কংগ্রেসের সকল ব্যক্তিত্বরা।