|
---|
নিশির কুমার হাজরা, বীরভূম : আজ তারাপুর সরস্বতী শিশু মন্দিরে এক বিজেপির যোগদান শিবির ও সংখ্যালঘু মোর্চার বৈঠক হয়। এই যোগদান শিবিরে প্রায় ১০০ জন মানুষ বিজেপিতে যোগদান করেন বলে সূত্রের খবর।
ওই শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম বিজেপি জেলা সভাপতি মাননীয় শ্যামাপদ_মন্ডল, সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ জামাল উদ্দিন,রামপুরহাট ২(B) মন্ডল সভাপতি শ্রী কৃষ্ণ মন্ডল,জেলা সম্পাদক আশীষ ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থক।
শাসক তৃণমূলের আদর্শের শিকার টলিউড তারকা তথা জয়ী এম পি শ্রী মতি শতাব্দী রায় ইডির দপ্তরে সারদা কান্ডের টাকা ফেরত দেওয়ার খবরে আতঙ্কিত হয়ে আজ ১০০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছেন বলে জানা গেছে।