পণের দাবিতে দ্বিতীয় স্ত্রীর উপর মানসিক অত‍্যাচার, গ্রেফতার সংখ‍্যালঘু তৃণমূল অঞ্চল সভাপতি

পণের দাবিতে দ্বিতীয় স্ত্রীর উপর মানসিক অত‍্যাচার, গ্রেফতার সংখ‍্যালঘু তৃণমূল অঞ্চল সভাপতি

    নতুন গতি, হরিশ্চন্দ্রপুর: পণের দাবিতে স্ত্রীর উপর মানসিক অত‍্যাচার ও মারধরের অভিযোগে জামিন অযোগ‍্য ধারায় মামলা এক তৃণমূল কংগ্রেস কমিটির সংখ‍্যালঘু অঞ্চল সভাপতির বিরুদ্ধে। মালদহের হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন, স্ত্রী সেবেনা বিবি। মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে অভিযুক্ত স্বামী তথা তুলিসিহাটা অঞ্চল তৃণমূলের সংখ‍্যালঘু সভাপতি সেখ তালেব কে। বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল নেতার এই মামলায় তীব্র কটাক্ষ করেছে বিজেপি। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে জেলার রাজনৈতিক মহলে।
    তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানের আসল চেহারা কি নিজের স্ত্রীকে নিয়েই খেলা করবে তৃণমূল। বিজেপির কাছে তীব্র সমালোচনার মুখে তৃণমূল।

    পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসিহাটা জিপির নয়াটোলা গ্রামের বাসিন্দা। তার দুটো বিয়ে। তার মধ‍্যে
    সেবেনা বিবি দ্বিতীয় পক্ষের স্ত্রী। তার একটি পাঁচ বছরের কন‍্যা সন্তানও রয়েছে।

    সূত্রে জানা গেছে জানা গেছে এছাড়াও তোলাবাজি, অবৈধভাবে মাটি ভরাট বেশ কিছু অভিযোগ রয়েছে শেখ তালেবের নামে। এর আগে তালেবের নামে বেশ কয়েকবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু তৃণমূল নেতারা প্রতিবারই তাকে বেকসুর খালাস করে বার করে নিয়ে আসে বলে অভিযোগ বিজেপির। যদিও অভিযোগ সত্যি হলে দল তার পাশে দাঁড়াবে না বলে দাবি তৃণমূল জেলা নেতৃত্তের।

    দ্বিতীয় স্ত্রী সেবেনা খাতুনের অভিযোগ, স্বামী খরচ দেয় না ও স্ত্রীর মর্যাদা দেয়না। এবং কন‍্যা সন্তান কে নিয়ে কোনো ক্রমে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে দিন গুজরান করছিল।তারপর ফের পণের চাপ। তার বাপের বাড়ি থেকে তিনলক্ষ টাকা নিয়ে না আসলে সংসারে আশ্রয় দিবে না ওই তৃণমূল তথা তা স্বামী সেখ তালেক। এমনকি তৃণমূল নেতা বলে কেউ কিছু করতে পারবে না তালেককে বলস্ত্রীর উপর আরোও অকথ‍্য অত‍্যাচার চালাত। তাই সরব হয়ে হরিশ্চন্দ্রপুর থানায় মামলা করেন স্ত্রী সেবেনা খাতুন। মঙ্গলবার অভিযুক্ত স্বামীকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে।

    সেবেনা বিবির মায়ের অভিযোগ, “আমার মেয়েকে মারধর করছে, খাবার, খরচ কিছুই দেয়না। তিন লাখ টাকা দিতে বলেছে আমাদের। আমি আর গ্রামের বিচার চাইনা। কোর্টের বিচার চাই।” তৃণমূল নেতার এই দাপটে সরব বিজেপি। খেলা হবে স্লোগানের মূল ইস‍্যু কি স্ত্রীকে নিয়েই খেলা করবে তৃণমূল। তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা রুপেশ আগরওয়াল।

    মালদা জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন,এটা ব‍‍্যক্তিত্ব ব‍্যাপার।ব‍্যক্তিত্বতে আমাদের দল সায় দেয় না।নারী নির্যাতনে আমরা বিরোধীতা করি। আইন আইনের পথে চলবে। এই ঘটনার সত‍্যতার যাচাই করবে তৃণমূল।ভুল পথে হাটলে দল পাশে দাড়াবে না। আর মিথ‍্যা মামলা হয়ে থাকলে আমরা পাশে দাড়াব। আর বিরোধী রাজনৈতিক নেতারা এটা নিয় ঘোলাজল করবেই। কারন তাদের এটাই চিন্তাধারা।হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন অভিযুক্তদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।