NRCর আতঙ্কে দলিল সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হল এক সংখ্যালঘু মহিলার

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি,বসিরহাট; মহকুমার হিঙ্গলগঞ্জ থানা বাকড়া গ্রামের ঘটনা। এনআরসি আতঙ্কের জেরে সুন্দরবনের বাঁকড়া গ্রামের বছর(৫৫) আলেয়া বেওয়ার মৃত্যু হলো। শুক্রবার বিকেল বেলা শ্বশুর বাড়ি হাসনাবাদ থানার কাটাখালি গ্রামে থেকে, হিঙ্গলগঞ্জ থানা সুন্দরবনের বাঁকড়া গ্রামে বাপের বাড়িতে ৭১ সালের জমির দলিল আনতে গিয়েছিলো ওই বৃদ্ধা,সেখানেই ভাইদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ওই ব‍্যাক্তি,তার পর সেখানেই হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার ।এই ঘটনার জেরে গ্রামে শোকের ছায়া নেমে পড়েছে ।এবং গোটা হিঙ্গলগঞ্জ জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই এন আর সি নিয়ে বড় ছেলে মোশারফ গাজী, মৃতার ছোট ভাই লুৎফর গাজী, বলেন বেশ কয়েকদিন ধরে এনআরসি আতঙ্কে ভুগছিল আমার দিদি, এবং জমির দলিল খোঁজার চেষ্টা করছিল। ৭১ সালের জমির দলিল না মেলায় সেই আতঙ্কে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আমার দিদির, এমন টা দাবি বাপের বাড়ির পরিবারের । হিঙ্গলগঞ্জ থানার পুলিশ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত করে দেখছে ঠিক কি কারণে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ওই ব‍্যাক্তি।এনআরসি জের? না অন্য কোনো কারণ? না শারীরিক অসুস্থতার জন্য ? সবটাই মেডিকেল পোস্ট ম‍্যাটাম করার পরে নিশ্চিত হবে কী কারণে মৃত্যু হয়েছে ওই ব‍্যাক্তির।মৃতার পরিবারের দাবি এনআরসির দলিল আনতে গিয়ে, তা সঠিক না মেলায়, তাদের মায়ের মৃত্যু হয়েছে, মৃতার পরিবারের দাবি ।গোটা বিষয়টা হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।