|
---|
নিজস্ব সংবাদদাতা :প্রতিদিন দহন জ্বালায় চলছে দক্ষিণ বঙ্গ, পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। ৪০ ডিগ্রী বা তার ওপরে ঘোরাফেরা করছে তাপমাত্রা। গরমকে সাথে নিয়ে কাজকর্ম করতে হচ্ছে। পাখা এসি ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। আজ পবিত্র ঈদ, এই বিশেষ দিনে সঞ্চালক অভিনেতা মীর আল্লার কাছে বৃষ্টি হোক প্রার্থনা করলেন। প্রসঙ্গত প্রতিবছর ঈদের দিন পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটান সঞ্চালক অভিনেতা মীর। এই বছরও তাই করেছেন, আল্লাহর কাছে তিনি বৃষ্টি চেয়েছেন, গরমের থেকে কবল থেকে মুক্ত হোক রাজ্য।