|
---|
কলকাতা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মত গালে লম্বা লম্বা দাড়ি লাগিয়ে অভিনব কায়দায় পচিশে বৈশাখ বিশ্বকবি জন্মদিন পালন করলেন মীর। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হলো তাকে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে মি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লম্বা লম্বা দাড়ি লাগিয়েছেন, ক্যাপশন লিখেছেন বিশ্বকবি জন্মদিনে কেক কাটবেন। এরপর তীব্র কটাক্ষ শুনতে হয়েছে তাকে ।
যখনই কোন উৎসবের শুভেচ্ছাবার্তা সোশ্যাল মিডিয়ার মারফত তিনি দিয়েছেন রীতিমতো কটাক্ষ শুনতে হয়েছে তাকে। তবে সেই সব কোন ভাবেই পাত্তা দেন না মীর। কিছুদিন আগে ঈদ উপলক্ষে দূর্গা মূর্তির সামনে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা বার্তা দেন তিনি। তবে এবার কিছুটা হলেও অস্বস্তিতে, কারণ তার এইভাবে বিশ্বকবির সেজে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করা অনেকেরই পছন্দ হয়নি।