|
---|
নিজস্ব সংবাদদাতা: নাম মৃত্যুর উপত্যকা, তাপমাত্রা এতটাই বেশি থাকে যেকোনো জীবের এখানে টেকা দেয়। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫৬ ডিগ্রির উপরে। মৃত্যুর উপত্যকা অবস্থিত ক্যালিফোর্নিয়া ও নোভোডা সীমান্ত এলাকায়।এই উপত্যকার মাঝখানে অবশ্যই একটি হাইওয়ে রয়েছে, একটি অংশে পর্যটকদের ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। বাদবাকি অংশ চিরতরে একাকী পড়ে থাকে।
এবার এখানেই সৃষ্টি হলো মিরাকেল, শুকনো পাহাড় থেকে নেমে এলো ঝরনার জল, কিছু অংশে হড়পা বান লক্ষ্য করা গেছে। এর পিছনে কারণ হ্যারিকেন, হ্যারিকেন এর জন্য অসম্ভব সম্ভব হয়েছে। বেশকিছু রাস্তা, জলমগ্ন হওয়ার খবর পাওয়া গিয়েছে। যেখানে সারা বছরে বৃষ্টিপাত ২.২ মিলিমিটার, সেখানে সত্যিই এই দৃশ্য মিরাকেল।