|
---|
সেখ আব্দুল আজিম, চন্ডীতলা, হুগলি, ভর সন্ধ্যায় চন্ডীতলা বিধানসভার অন্তর্গত জনাই লাইব্রেরি সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে এক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়,এলাকাবাসী সূত্রে জানা যায় জনাই বাজারে এনার দীর্ঘদিনের মিষ্টির দোকান, বর্তমানে সেই মিষ্টির দোকান বিক্রি করে তিনি কৃষ্ণরামপুরের একটি মিষ্টির দোকানে কর্মরত প্রায় তিন দিন ধরে উনি নিখোঁজ ছিলেন, স্থানীয়রা ওনাকে গুঁয়ে দা বলে ডাকত, আজ সন্ধ্যায় স্থানীয় একটি পুকুরে একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভাসতে দেখে তৎক্ষণাত স্থানীয়রা খবর দেন হুগলি গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানাতে, পুলিশ এসে পুকুর থেকে সেই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় এবং ময়নাতদন্তে পাঠানো হয়েছে।