কুলতলি কাঁটামারীর ক্যানারা ব্যাঙ্কের এটিএম ভাঙ্গল দুষ্কৃতীরা  

কুলতলি কাঁটামারীর ক্যানারা ব্যাঙ্কের এটিএম ভাঙ্গল দুষ্কৃতীরা

     

     

     

    বাবলু হাসান লস্কর, দঃ ২৪পরগনা : গতকাল কুলতলির কাটামারী রাষ্ট্রায়ত্ত ক্যানারা ব্যাংকের এটিএম লুট করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে কুলতলীর কাঁটামারী এলাকার । নির্দিষ্ট সময়ে ব্যাঙ্ক কর্মচারিরা ব্যাঙ্কে এসে দেখেন এটি এমের সামনের সি সি টিভির ক্যামেরা ভাঙ্গা ও এটি এমের কিছু যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখতে পান । সাথে সাথে স্থানীয় কুলতলি পুলিশ স্টেশনে খবর জানালে, কুলতলি আই সি থানার অফিসার ঘটনা স্থলে আসেন । সরজমিনে তদন্ত করেন । উঠে আসে কিছু তথ্য । স্থানীয়া কিছু ব্যক্তির কথায় উঠে আসে পাহারাদার না থাকায় এই ঘটনা টি ঘটে বলে মনে করেন তারা । এখনো পর্যন্ত কে বা কারা এই ঘটনা টি ঘটালো তার তদন্ত শুরু করেছেন কুলতলি থানার পুলিশ । এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি কুলতলি থানার পুলিশ ।