|
---|
খান আরশাদ, বীরভূম:
পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতিদের। রাজনগরের আড়ালি গ্রাম সংলগ্ন এলাকার ঘটনা।
আগ্নেয়াস্ত্র সহ ওই তিন দুষ্কৃতিকে গ্রেফতার করলো রাজনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে রাজনগর থানার অন্তর্গত আড়ালি গ্রাম সংলগ্ন স্থানে রাজনগর থানার ASI মদন সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা ডিউটি করছিলেন। সেই সময়ই দুটি বাইকে করে কয়েকজন দুষ্কৃতিকে তারা দেখতে পান। পুলিশ তাদের কাছাকাছি হতেই তারা তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে উপস্থিত হন রাজনগর থানার ওসি ঝুমুর সিনহা সহ রাজানগর থানার ভিলেজ পুলিশ দেবু ওঝা , বুবাই ব্যানার্জি, বরেন সাহা সহ রাজনগর থানার অন্যান্য ও পুলিশ কর্মীরা। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে যায় আশেপাশের অন্যান্য থানার পুলিশ আধিকারিকরা সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ চারিদিক থেকে ওই দুষ্কৃতীদের ঘিরে ফেলে। অবশেষে পুলিশ তিন দুষ্কৃতিকে ধরে ফেলে। বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ ওই তিন দুষ্কৃতির কাছ থেকে একটি পাইপ গান, এক রাউন্ড ফাঁকা কার্টিজ ,দুটি মোবাইল,১ টি বাইক এবং প্রায় সাড়ে আট লিটার মাদক দ্রব্য কোডেন ফসফেট মিক্সার উদ্ধার করে।
ঝাড়খন্ড থেকে ওই নিষিদ্ধ মাদক দ্রব্য এলাকায় বিক্রির উদ্দেশ্যে এসেছিল বলে পুলিশ জানিয়েছে।
ওই তিন দুষ্কৃতিদের নাম সেখ জিয়ারুল, (২৮) সেখ ইসামিল (২৮) এবং সেখ মুর্তজা (২৬)।
এদের সকলেরই বাড়ি খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানা এলাকায় বলে জানা গেছে।
বেশ কয়েক ঘন্টার চেষ্টায় পুলিশ ওই তিন দুষ্কৃতিকে গ্রেফতার করে এবং সিউড়ি আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
বীরভূম জেলা পুলিশ সুপার আমন দ্বীপ জানিয়েছেন রাজনগরে পুলিশকে গুলি চালানোর ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছে। বাকিদের পুলিশ তল্লাশি করছে।