|
---|
নিজস্ব সংবাদদাতা : রাতের অন্ধকারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে লুটপাট চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর এলাকায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হাওড়া জগৎবল্লভপুরের বাসিন্দা প্রভাসকুমার ঘোষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তাঁর দাবি, শুক্রবার রাত দু’টো নাগাদ একটি ডাকাত দল তঁর বাড়িতে হানা দেয়। ওই দলে ছিলেন ছয় জন। সকলেই সশস্ত্র। কারও হাতে ছিল আগ্নেয়াস্ত্র, কারও হাতে রড। অভিযোগ, ওই ডাকাত দলটি ১০ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ ৩৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। প্রভাস এ-ও জানিয়েছেন, দুষ্কৃতীদের মধ্যে এক জন বাংলায় কথা বলছিলেন, বাকিরা হিন্দিতে। প্রভাস এবং তাঁর স্ত্রীকে মারধর করা হয় বলেও অভিযোগ।প্রভাসের বাড়িতে লুটপাট চালিয়ে চম্পট দেওয়ার সময় দুষ্কৃতীরা সিসি ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে চলে যান বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গত বৃহস্পতিবার জগৎবল্লভপুর এলাকাতেই লুটপাট চলে একটি বাড়িতে। বাধা দেওয়ায় মারধর করা হয় গৃহকর্তা এবং তাঁর ছেলেকে। ওই দু’টি ঘটনার সঙ্গে একই দল জড়িত বলে অনুমান করছে পুলিশ।