|
---|
নিজস্ব সংবাদদাতা: প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতী তাণ্ডব। আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্য দাদাগিরি। দাবি মতো ২০ লক্ষ টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার যদুপুরের কেঁচুয়াহি এলাকায়। আক্রান্ত ব্যবসায়ী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম ফারুক হোসেন। আক্রান্ত ব্যবসায়ীর অভিযোগ, ওই এলাকায় ছয় বিঘা জমি ক্রয় করেছেন তিনি। জমি ক্রয় করার পর থেকেই স্থানীয় সমাজবিরোধী দুষ্কৃতীরা তোলাবাজি আদায়ের জন্য লক্ষ লক্ষ টাকা দাবি করে। মঙ্গলবার দুপুরে জমি মাপা মাপির সময় আচমকা আতাউর শেখ,ফিরোজ শেখ সহ দলবল আগ্নেয়াস্ত্র এবং হাঁসুয়া নিয়ে তার উপর চড়াও হয়। বন্দুকের বাট দিয়ে মাথায় মেরে তাকে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে এই ঘটনার তদন্ত শুরু করে ইংলিশ বাজার থানার পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে।