ডায়মন্ড হারবারে নদীতে স্নান করতে নেমে নিখোঁজ মহারাষ্ট্রের যুবক

নবাব মল্লিক, ডায়মন্ড হারবার : ডায়মন্ড হারবারে নদীতে স্নান করতে নেমে নিখোঁজ মহারাষ্ট্রের যুবক। ওই যুবকের নাম অক্ষয় তাম্বে(২২)। সূত্রের খবর অক্ষয় পেশায় স্বর্ণ ব্যবসায়ী। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একটি সোনার দোকান ছিল তাঁর। গতকাল আরেক স্বর্ণ ব্যবসায়ী হরিপদবাবুর সঙ্গে অক্ষয় বেড়াতে এসেছিলেন ডায়মন্ড হারবারে। এরপর জেটিঘাটের কাছে হুগলি নদীতে স্নান করতে নামেন তিনি। নদীর পাড়ে অক্ষয়ের জামা-প্যান্ট, মোবাইল ও মানি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিলেন সঙ্গী হরিপদবাবু। আচমকা তার চোখের সামনেই নদীর ঘুর্ণিপাকে পড়ে তলিয়ে যায় অক্ষয়। গতকাল বিকালের পর ব‍্যবসায়ীর খোঁজে নদীতে একপ্রস্থ তল্লাশি চালায় পুলিশ। তবে আলো কমে আসায় তল্লাশি পক্রিয়া ব‍্যহত হয়। আজ সকাল থেকে আরও একবার নদীতে তল্লাশি চালায় পুলিশ। রবিবার সকাল থেকে হুগলি নদীতে নামানো হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে। এই মুহূর্তে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের ১২ জন সদস্য ও পুলিশ স্বর্ণ ব্যবসায়ীর খোঁজে স্পিডবোট ও লঞ্চ নিয়ে চলছে তল্লাশি অভিযান। জেটিঘাট থেকে পুরনো কেল্লা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় নদীতে না নামার জন্য পর্যটক সহ সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করতে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে সচেতনতা বার্তা সম্বলিত একাধিক প্ল্যাকার্ড ও ফেস্টুন লাগানো রয়েছে ওই এলাকায়। তারপরও কিভাবে এই স্বর্ণ ব্যবসায়ী নদীতে স্নান করতে নামল, তা নিয়ে প্রশ্ন উঠছে।