|
---|
উজির আলী, নতুন গতি, হরিশ্চন্দ্রপুর: নিখোঁজ হওয়ার ১৮ দিন পর লরি ও চালককে কিনারা করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। উল্লেখ্য,উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানা এলাকা থেকে শূন্য লরি ও চালক আকবর আলী কে বৃহস্পতিবার জেরা করে অশোকনগর থানায় নিয়ে যায়। বারাসাত মহকুমা আদালত থেকে শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ নিজ রিমান্ডে নেন।
সূত্রের খবর,গাড়ি উদ্ধারের খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী মহল যথেষ্ট খুশির আবহ। ব্যবসায়ী সমিতি হরিশচন্দ্রপুর পুলিশ প্রশাসনকে সাফল্যের সাধুবাদ জানিয়েছেন বলে খবর।
১৮ দিন পর লরি ও চালককে উদ্ধার করা হয়েছে। কেন সে ১৮দিন ধরে গাড়ি সহ গা ঢাকা দিয়েছিল? এতে অন্য রহস্য রয়েছে কিনা তা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিক সঞ্জয় কুমার দাস।