|
---|
দেবজিৎ মুখার্জি: গ্রামবাংলার প্রত্যন্ত এলাকায় স্কুল-কলেজের ছাত্রীদের মার্শাল আর্ট শেখানোর জন্য মিশন প্রীতিলতা নামের এক শিবির আয়োজন করেছে এসএফআই। রবিবার বসিরহাট টাউন হল চত্বরে বড় করে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হলো।
জানা গিয়েছে, এই প্রশিক্ষণ দেওয়া হবে বসিরহাট সাব ডিভিশন তিন-চারটে ক্যাম্প করে। যার প্রথমটাই হল বসিরহাট শহরের টাউন হল চত্বরে। এই ক্যাম্পে স্থানীয় স্কুল-কলেজের জনা ৫০ ছাত্রী থাকবে। সাধারণ ছাত্রীদের পাশাপাশি বাম-মনস্ক বা সরাসরি এসএফআইয়ের সদস্য কলেজের এমন ছাত্রীরও যোগ দেওয়ার কথা। আপাতত প্রশিক্ষণ দেবেন দলের সদস্য এমন তিনজন মহিলা প্রশিক্ষক।
এসএফআইয়ের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক আকাশ কর বলছেন “যেভাবে ধর্ষণের ঘটনা একের পর এক বাড়ছে, তাতে ছাত্রীদের প্রাথমিক পাঠ দেওয়ার কথা ভেবেই আমাদের এই পদক্ষেপ। প্রশাসন তো নারী সুরক্ষা দিতে পারছে না। আমরাই তাই শিবির করে ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানোর এই কাজটুকু করতে চাই যাতে প্রাথমিকভাবে লড়ে পিটে পালিয়ে যাওয়ার কৌশল তাদের জানা থাকে।”