|
---|
সংবাদদাতা : রক্তযোদ্ধা কৌশিক দাস গত বছর আক্রান্ত হয় মারণ রোগ ক্যান্সারে,এরপর চিকিৎসার জন্য তাকে যেতে হয় ব্যাঙ্গালোর পরে সেখান থেকে মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপতালে প্রায় ৭ মাস চিকিৎসা চলে তার। সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর মাধ্যমে বহু মানুষের সহযোগিতায় এবং প্রার্থনা,ভালোবাসা ও আশীর্বাদে ১২টি কেমোথেরাপির পরে এখন সে সম্পুর্ণভাবে সুস্থ। আজ রাত্রিবেলায় সে নিজের বাড়ি সাগরদিঘী ফিরেছে। তাকে আবার তার সেই পুরনো জায়গায় স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিল সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা।
সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস ট্রাস্টের পক্ষ থেকে তার আগামী জীবন সুন্দর হোক এবং সুস্থভাবে কাটুক এই কামনা করেছেন,এছাড়াও তিনি বলেছেন খুব শীগ্রই আবার একসাথে তারা তাদের অন্যতম রক্তযোদ্ধার সাথে কাজ করবেন বলে জানিয়েছেন।