আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ করলেন বিধায়ক অলোক জলদাতা

বাইজিদ মণ্ডল, রায়দিঘি:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে রায়দীঘি থানার অন্তর্গত দীঘির পাড় বকুলতলা সখের হাটে এলাকার মানুষের কাছে পৌঁছে গেলেন স্থানীয় বিধায়ক ডাক্তার অলোক জলদাতা। এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন বাপি হালদার বিশিষ্ঠ সমাজ সেবী সুন্দর জেলা,বিধায়ক জয়দেব হালদার মন্দির বাজার,ব্লক সম্পাদক সিরাজ উদ্দিন বৈদ্য, অঞ্চল সভাপতি বিশ্বনাথ প্রমানীক, কার্যকারী সভাপতি কুণাল মালি,সম্পাদক ভোলানাথ হালদার,আব্দুল হানিফ সহ ব্লক ও অঞ্চলের আরো অন্যান্য নেতৃত্বগণ। প্রথমে তিনি স্থানীয় এক মন্দিরে পূজো করেন।তারপর তিনি বকুলতলা সখের হাট গ্রামে ১৯৮ ও১৯৯ নম্বর বুথে যান, সেখানে সাধারণ মানুষের অভিযোগ গুলি শুনেন।সেখান থেকে এলাকার প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন।সেখান থেকে তিনি স্থানীয় এলাকার এক মাঠে কর্মী সমর্থকদের নিয়ে এক সভা করেন। তাছাড়াও এদিন তিনি অঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনেন এবং এলাকার বয়স্ক মানুষদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।