|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: করোনা সচেতনতায় রায়দিঘীতে এবার দুয়ারে বিধায়ক কর্মসূচির সূচনা করলেন রায়দিঘীর বিধায়ক ড: অলক জলদাতা। বিধায়কের পাশাপাশি তিনি নিজে পেশায় ডাক্তার হওয়ায় রায়দিঘীতে বাড়িতে বাড়িতে গিয়ে করোনা সচেতনতায় শুক্রবার প্রচার চালান তিনি, এছাড়াও তিনি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করেন।
এই কর্মসূচির আগে তিনি রায়দিঘী বাজারে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিও তাপস কুমার দাস, রায়দিঘী গ্রামীণ হসপিটালের ব্লক ম্যেডিক্যাল অফিসার প্রণবেশ হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। করোনা সচেতনায় লাগাতার প্রচার চালনোর পাশাপাশি সকলকে স্বাস্থ্য সচেতন করতে তিনি এই উদ্যোগ নেন। বিধায়কের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।