|
---|
নিজস্ব সংবাদদাতা : রাজ্যের মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগন্জ বিধানসভার বিধায়ক আখরুজ্জামান এর উদ্যোগে MLA Cup ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন হয়,আজ ১৮ই ডিসেম্বর রবিবার,বড়শিমুল অ্যফ্লাক্স বাঁধ সংলগ্ন মাঠে। পতাকা উত্তোলন করে এবং পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশেষ অতিথি সাংসদ শতাব্দী রায়।
অন্যদের উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, মুর্শিদাবাদ জেলাশাসক রাজষি মিএ,ডি আই জি রশিদ মুনির খান, পুলিশ সুপার সুরিন্দর সিং, পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, বিধায়ক ইদ্রিস আলী, বিধায়ক নিয়ামত সেখ, বিধায়ক হুমায়ুন কবির, বিধায়ক অসীমা পাএ, বিধায়ক ফিরদৌসী বেগম, বিধায়ক লাভলী মৈত্র,বিধায়ক কানাইলাল সাহা, বিধায়ক ইমানি বিশ্বাস, বিধায়ক আমিরুল ইসলাম প্রমুখ।