দিদির সুরক্ষা কবজ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক ডঃ অলক জলদাতা ও যুব সভাপতি বাপী হালদার

নুরউদ্দিন, রায়দিঘী: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রায়দিঘী বিধানসভার লালপুর অঞ্চলের “দিদির সুরক্ষা কবজ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। দিদির সুরক্ষা কবজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা মহাসয়, উপস্থিত ছিলেন মাননীয় সুন্দরবন জেলার যুব সভাপতি বাপি হালদার মহাশয় সহ মথরাপুর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মানবেন্দ্র হালদার মহাশয় সহ বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব গন।

    পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সরকারের কর্মসূচি দিদির সুরক্ষা কবজ নিয়ে মাঠে নেমেছেন রায়দিঘীর বিধায়ক ডঃ অলোক জলদাতা সহ তৃণমূল নেতৃত্বরা। দিদির সুরক্ষা কবজ কর্মসূচি নিয়ে দলীয় নেতা কর্মীদের নিয়ে রায়দিঘী বিধানসভার লালপুর অঞ্চলের দলীয় কার্যালয়ে বৈঠক করলেন ও এলাকায় এলাকায় পৌঁছে গেলেন এলাকার বিধায়ক ডঃ অলক জনলতা মহাশয় সহ সুন্দরবন জেলার যুব সভাপতি বাপি হালদার মহাশয় ও তৃণমূল নেতৃত্ব গন। দিদির সুরক্ষা কবজ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত হয়ে রায়দিঘীর বিধায়ক সাংবাদিকদের বলেন, এর আগে ‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’ ও ‘গ্রামে চলো’ প্রত্যেকটি কর্মসূচীতে এলাকার প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। এবার ‘দিদির সুরক্ষা কবজ’ নিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা পৌঁছাচ্ছি, এবং আগামী দিনে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছাবেন দলীয় নেতাকর্মীরা। রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি থেকে কেউ বাদ পড়লে উপভোক্তাদের সে ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। বাড়ির বাইরের দরজায় সুরক্ষা কবজের ডোর স্টিকার লাগানো হবে। এতে নির্বাচনী প্রচারের অনেকটাই কাজ হবে বলে তিনি মনে করেন।