রায়দিঘী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত বিধায়ক ডাঃ অলক জলদাতা

রায়দিঘী:Md:Nur..দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘী থানার অন্তর্গত মথুরাপুর দু’নম্বর ব্লকের রায়দিঘী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

    রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা , রায়দিঘী গ্রাম পঞ্চায়েত প্রধান প্রভাকর ময়রা, রায়দিঘীর উপপ্রধান এবং রায়দিঘির গ্রাম পঞ্চায়েতের মেম্বারগণ ও অন্যান্য ব্যক্তিবর্গ। আজ সকাল 11 থেকে চলছে গ্রীষ্মকালীন রক্ত সংকট এবং থ্যালাসেমিয়া ও মূর্মুর্ষ রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রায়দিঘী গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় দুইশতো মানুষ রক্ত দান করলেন। সবাই জানে এই গ্রীষ্মকালীন রক্তের সংকট দেখা যায় এবং সমস্ত ব্লাড ব্যাংকে রক্তের অভাবে থ্যালাসেমিয়া ও মূর্মুর্ষ রোগীরা রক্তের জন্য আচার-পাতার খাচ্ছে। এই রক্ত দিলে তবে তাদের প্রাণ ফিরে পাবে নতুবা মৃত্যু মুখে পতিত হবে। তাই আজ ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংকের সহযোগিতায় এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন রায়দিঘী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। বিভিন্ন গ্রাম থেকে আগত মানুষরা এসে রক্তদান করে যাচ্ছেন। এই সম্পর্কে রায়দিঘীর বিধায়ক ডাঃ অলক জলদাতা তিনি প্রথমে রক্তদান অনুষ্ঠানে ফিতে কেটে শুভ উদ্বোধন করেন।

    তারপর একের পর এক পুরুষ ও মহিলারা ডাক্তার বাবুদের কাছে চেকআপ করে স্বেচ্ছায় রক্তদানে ব্রত হন।

    সকল রক্ত দাতা ব্যক্তিদের কে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানালেন রায়দিঘীর বিধায়ক ও রায়দিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধান।

     

     

     

     

     

    রায়দিঘি থেকে MD:Nur নতুন গতি