|
---|
নতুন গতি ওয়েব ডেস্কঃ
মা-মাটি-মানুষের দল তৃণমূল কংগ্রেসের ২৪তম প্রতিষ্ঠা দিবস সবং এ আড়ম্বর পূর্ন ভাবে পালিত হয় । এদিন সবং এর বিধায়ক শ্রীমতি গীতারানী ভূঁইয়া ১২০০ মিটার ঢালাই রাস্তা শুভ সূচনা করেন । যার আনুমানিক ব্যয় প্রায় ত্রিশ লক্ষ টাকা । প্রতিষ্ঠা দিবস এবং রাস্তা উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ড: মানস ভুঁইয়া , কর্মাধ্যক্ষ ও ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু কালাম বক্স, কর্মাধ্যক্ষ তরুন মিশ্র, বিধায়ক প্রতিনিধি বাদল চন্দ্র বেরা, অঞ্চল তৃণমূল সভাপতি রাজিব সি ও অন্যান্য নেতৃবৃন্দ । রাজ্যসভার সাংসদ ড: মানস ভুঁইয়া মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করেন এবং উন্নয়নের দিকগুলো তুলে ধরেন এবং যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এখন বিজেপি হয়ে শাওয়াল করছেন তাদেরকে বেইমান ও বিশ্বাসঘাতকের সঙ্গে তুলনা করেন এবং বলেন যারা ১০ বছর ধরে দলের ক্রিমটা খেলেন, দল যখন লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে তখন ভিতরে ভিতরে একটা সাম্প্রদায়িক দলের সঙ্গে যার নাম ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে হাত মিলিয়ে বাংলা ও বাঙালির ঐতিহ্য সৃষ্টি সাংস্কৃতিক যারা নষ্ট করতে চাইছেন, তাদেরকে বাংলার মানুষ কখনও ক্ষমা করেনা। আজ সারা বাংলার ঘরে ঘরে পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কংগ্রেস কর্মী এবং মানুষরা উৎসাহের সঙ্গে দিনটি উদযাপন করেন।