নিজের দলের 7 প্রধানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করলো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কোবির

নতুন গতি ওয়েব ডেস্ক: নিজের দলের 7 প্রধানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করলো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কোবির।

    সালারে তৃণমূল কংগ্রেসে যোগদান সভার শেষে সাংবাদিক বৈঠকে ভরতপুর 2 ব্লকের সলারের 7 প্রধানের বিরুদ্ধে ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কোবির কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেছে বলে জানালেন।

    মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মানচিত্রে হুমায়ুন কোবির সবসময় একটি বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব। এবার নিজের দলেরি 7 প্রধানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করলেন। শুক্রবার ভরতপুর 2 ব্লকের সালারে কংগ্রেস ও বিজেপি ছেড়ে প্রায় 200 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে। যোগদানের শেষে বিধায়ক হুমায়ুন কোবির সাংবাদিক বৈঠক করেন, সাংবাদিক বৈঠকে হুমায়ুন কোবির জানান তার বিরুদ্ধে ভরতপুর 2 ব্লকের যেই 7 পঞ্চায়েত প্রধান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে লিখিত অভিযোগ করেছিলেন তাদের বিরুদ্ধে এবার ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কোবির কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করলেন। নিজের দলের 7 পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিধায়ক হুমায়ুন কোবির মানহানির মামলা করায় মুর্শিদাবাদ জেলার ভরতপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো বলে মনে করছে রাজনৈতিক মহল।