রাজনগর কলকাতা রুটের বাস সার্ভিসের সূচনা করলেন বিধায়ক

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রাজনগর-কলকাতা রুটের বাস সার্ভিসের শুক্রবার রাজনগর থেকে শুভ সূচনা করলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী। জেলার সীমান্তবর্তী অঞ্চল রাজনগর থেকে এই বাস চলাচলের শুভ সূচনা করা হল। এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল, যাতে রাজনগর থেকে কলকাতা যাওয়ার একটি বাস চলাচল করে। এলাকার মানুষের সেই চাহিদার কথা ভেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে এই বাসটির সার্ভিস শুরু হল। এই বাসটি প্রতিদিন রাজনগর থেকে কলকাতা যাওয়া আসা করবে।
    ফলে প্রত্যন্ত গ্রামের মানুষেরা উপকৃত হবেন। কারণ কলকাতা যাওয়ার জন্য এখানকার মানুষদের সেরকম কোনো যোগাযোগ নেই।
    রাজনগর থেকে প্রতিদিন ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে কলকাতার দিকে রওনা হবে। অপরদিকে কলকাতা থেকে দুপুর বারোটা নাগাদ ছেড়ে রাজনগরের দিকে রওনা হবে।
    প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও একটি রাজনগর-কলকাতা রুটে বাস চলাচল করত এবং সেটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে সে বাসটি দেওয়া হয়েছিল। কিছুদিন চলার পর সেই বাসটি বন্ধ হয়ে যায় কোন কারণে। এরপর ফের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে বাসটি চলাচল শুরু করল। এখন দেখার বিষয় রাজনগর থেকে কলকাতার রুটের এই বাসটি কতদিন ঠিকঠাক সার্ভিস দেয়। এখন এটাই প্রশ্ন রাজনগরবাসীর।
    এদিন এই বাস সার্ভিসের উদ্বোধন করেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল। সঙ্গে ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, সহ-সভাপতি পরিমল সাহা, যুগ্ম-বিডিও কাশিদ হোসেন, পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা।